শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 July, 2019 21:12

ভয়াবহ দাবদাহ, ফ্রান্সে রেড অ্যালার্ট জারি

ভয়াবহ দাবদাহ, ফ্রান্সে রেড অ্যালার্ট জারি
মেইল রিপোর্ট :

ভয়াবহ দাবদাহে পুড়ছে ফ্রান্সসহ গোটা পশ্চিম ইউরোপ। গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।গরম থেকে বাঁচতে মানুষ বসতবাড়ি ছেড়ে বের হওয়াই বন্ধ করে দিয়েছে।

ফ্রান্সের প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতায় বলা হয়, খুব দরকার না পড়লে দুপুরের দিকে ঘর ছেড়ে না বের হওয়ায় ভালো।

এদিকে, গত বুধবার বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে যথাক্রমে ৪১.৮, ৪১.৫, ৪০.৮ ও ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা দিনে দিনে যেভাবে বাড়ছে তাতে আগামীতে এসব রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে করছে এসব দেশের আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, তাপমাত্রা বাড়ায় রেলের লাইন বেকে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ইউরোপের বিভিন্ন দেশে ট্রেনের গতি কমিয়ে দেয়া হয়েছে।

উপরে