শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 July, 2019 19:19

২৫ আগস্ট বনভোজনে যাবে স্পেন-বাংলাদেশ চেম্বার

২৫ আগস্ট বনভোজনে যাবে স্পেন-বাংলাদেশ চেম্বার
স্পেন প্রতিনিধি :

আগামী ২৫ আগস্ট বার্ষিক বনভোজনে যাবে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স, বার্সেলোনা। এছাড়া নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সংগঠনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান হবে। সংগঠনের প্রথম কার্যকরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে শহরের স্থানীয় রেস্টুরেন্ট বুয়েনিসিমোতে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি রাসেল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরন নাজমুলের পরিচালনায় কার্যকরী পরিষদের সদস্যগণ সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। 

নেতৃবৃন্দ বার্সেলোনাসহ স্পেনে অবস্থিত সকল বাংলাদেশী ব্যবসায়ীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে সংগঠনকে আরো কার্যকরী ও গতিশীল করার জন্য তাগিদ দেন। 

সভায় আগামী ২৫ আগস্ট রোববার সংগঠনের পক্ষ থেকে বার্ষিক বনভোজন এবং আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সংগঠনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। 

এ ছাড়া সংগঠনের ব্যবসায়ীক পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে বিজ্ঞ ব্যবসায়ীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সোহেল গাজী, কার্যকরী পরিষদের প্রথম সদস্য আফাজ জনি, সদস্য উত্তম কুমার, কামরান হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক উজ্জল হাসান, অর্থ সম্পাদক জাফার হোসাইন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন হারুন, ফয়সাল আহমেদ, অফিস সম্পাদক খালেদ ইকবাল লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুল হাসান খান কয়েশ, ব্যবসায়ী পরিকল্পনা ও সমন্বয় বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল আজম, আন্তর্জাতিক ও কুটনীতি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম।

উপরে