শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 August, 2019 01:15

নেদারল্যান্ডসে নেকাব নিষেধাজ্ঞা আইন কার্যকর

নেদারল্যান্ডসে নেকাব নিষেধাজ্ঞা আইন কার্যকর
মেইল রিপোর্ট :

‘নেকাব’ নিষিদ্ধকরণ আইন কার্যকর করতে শুরু করেছে নেদারল্যান্ডস। ২০০৫ সালে দেশটিতেপ্রথম এই আইন প্রস্তাবের পর শুরু হয় বিতর্ক। ১০ বছরের তুমুল বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে পাস হয় আইনটি। শেষ পর্যন্ত ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট আইনটির অনুমোদন দেয়৷ 

সে অনুযায়ী, এবছর ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আইনটির প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার থেকে দেশটির স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা’ পোশাক আইনগতভাবে নিষিদ্ধ বিবেচিত হবে৷ কেউ নেকাব পরে এসব জায়গায় ঢুকতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বাধ্য করতে পারবে৷ আপত্তি জানালে তাদের ওইসব স্থানে প্রবেশ বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানাও গুণতে হতে পারে৷ শুধু নেকাব নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও এনিষেধাজ্ঞা প্রযোজ্য হবে৷

ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রায় ১০ বছর আগে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ঘোষণা করে। গতবছর জাতিসংঘের একটি কমিটি এই আইন মানবাধিকার লঙ্ঘন করছে বলে মত প্রকাশ করলেও ফ্রান্স তার অবস্থান থেকে সরে আসেনি৷ 

ফ্রান্সের অনুসরণে অনেক দেশেই চালু করা হয়েছে এমন আইন৷ তুমুল বিরোধিতা সত্ত্বেও ডেনমার্কে একবছর ধরে চালু রয়েছে এমন নিষেধাজ্ঞা৷ এবছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম মেয়েদের মাথা ঢাকার স্কার্ফ নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়া৷ ২০১৭ সাল থেকে দেশটিতে মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা রয়েছে৷ সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মুখ ঢাকা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জার্মান রাজ্য হেসেতেও৷ এবার নেদারল্যান্ডসেও নেকাব নিষিদ্ধের আইনটি কার্যকর হতে শুরু করলো।

উপরে