শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 October, 2019 11:32

স্পেনে এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটার্স টেল’

স্পেনে এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটার্স টেল’
কবির আল মাহমুদ, স্পেন :

স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’র আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’ এ ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি প্রদর্শিত হচ্ছে। কাসা এশিয়ার ৭ম চলচ্চিত্র উৎসব হলেও এবারই প্রথম ৬টি দেশের তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

গত সোমবার মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’য়ের হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটার্স টেল’প্রদর্শিত হয়। স্থানীয় দর্শকদের সুবিধায় তথ্যচিত্রের সংলাপে সাবটাইটেলে ইংরেজি ও স্প্যানিশ ভাষা যোগ করা হয়েছে।

তথ্যচিত্রটি দেখতে হলরুমে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম।

এটি দেখার পর স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের কাছে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, পরিবার-পরিজন হারানোর পর শেখ হাসিনা যেভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঘুরে দাঁড়িয়েছেন, তা এ ছবিতে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, এ ছবি আমাদের আশান্বিত করার জন্য অনেক শক্তি যোগায়।

৭৫ মিনিট দৈর্ঘ্যের ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক স্প্যানিশ উপস্থিত ছিলেন। এভা ফ্রুতোস নামের একজন স্প্যানিশ নারী দর্শক বলেন, ছবিটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের অনেক ইতিহাস জানা হলো এবং বড় কথা - একজন নারী হিসেবে এগিয়ে যেতে ছবিটি আমাকে অনুপ্রেরণা যুগাবে।

মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’তথ্যচিত্রটি দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য সচিব রিজভী আলম, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুজ্জামান কীরন, এফএম পাভেল, আজম কাল, আওয়ামী লীগ নেতা এডভোকেট তারেক, হানিফ মিয়াজী প্রমুখ।

স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এস আর আই এস রবিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে পরিণত হতে পারতো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সে লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে।

স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব রিজভী আলম বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘ এই সংগ্রামী জীবনের গল্প আমাদের বিমোহিত করেছে। শিঘ্রই প্রবাসীদের জন্য আমরা উন্মুক্ত প্রদর্শনীর ব্যাবস্থা নিব।

‘হাসিনা: এ ডটার্স টেল’এর দ্বিতীয় প্রদর্শনী বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বার্সেলানার ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’এর হলরুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তবে এ প্রদর্শনীর স্থান ও সময় এখনো নির্ধারিত হয়নি বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কাসা এশিয়ার এবারের চলচ্চিত্র উৎসবে এশিয়ার ২৫টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসব এবং অফ ফেস্টিভ্যাল হিসেবে ৪ - ৩১ অক্টেবার পর্যন্ত বিভিন্ন দেশের ডকুমেন্টারি ছবি প্রদর্শিত হবে।

উপরে