বাঁধ ধসে রুশ স্বর্ণখনিতে প্লাবন, নিহত ১৫
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কার্সনোইয়ার্স্কে সেইবা নদীর তীরে অবৈধভাবে তৈরি একটি বাঁধ ধসে প্লাবিত হয়েছে এক স্বর্ণখনি। এতে ওই খনিতে কর্মরত ১৫ শ্রমিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন, এছাড়া নিখোঁজ ১৩ জন।
শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টায় এ ঘটনা ঘটে। রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, কার্সনোইয়ার্স্ক শহরের দক্ষিণে সেইবা নদীতে অবৈধভাবে তৈরি করা একটি বাঁধ শনিবার ভোরে হঠাৎ ভেঙে পড়ে। তখন প্রবল স্রোত স্বর্ণখনিতে প্লাবনের সৃষ্টি করে। এতে ডুবে শ্রমিকরা নিহত হন।
স্থানীয় গর্ভনর আলেকজান্ডার উস জানান, ৮০ জনের মত শ্রমিক ওই খনিতে কাজ করতেন।
ছয়টি হেলিকপ্টার ও ছয়টি নৌকাসহ তিনশ’ লোক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান তার মুখপাত্র দিমিত্রি পেসকভ।