শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 October, 2019 02:38

কাশ্মীর পরিস্থিতি দেখতে যাচ্ছে ইউরোপীয় প্রতিনিধি দল

কাশ্মীর পরিস্থিতি দেখতে যাচ্ছে ইউরোপীয় প্রতিনিধি দল
মেইল রিপোর্ট :

ভারতশাসিত কাশ্মীরের পরিস্থিতি দেখতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। 

অঞ্চলটির বিশেষ মর্যাদায় সংবিধানে সংরক্ষিত ধারা বাতিল এবং এর পরবর্তী আন্দোলন ঠেকাতে কাশ্মীরজুড়ে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার কড়াকড়ি নিয়ে সমালোচনার দীর্ঘদিন পর এ সফরে যাচ্ছেন পশ্চিমা জোটটির প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিভাজিত কাশ্মীরের বিভিন্ন অঞ্চল দেখতে যাবে ইউরোপিয়ান পার্লামেন্টের ২৮ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত ওই প্রতিনিধিদল।

কাশ্মীরে যাওয়ার আগে সোমবার প্রতিনিধিদলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করে। 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বেশ কয়েকবার কাশ্মীর যেতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস বলেন, কাশ্মীরের স্থানীয় বাসিন্দা ও সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ অন্য রাজনৈতিক নেতাদের আটক রাখার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গত সপ্তাহে এক বৈঠকে তিনি বলেন, কাশ্মীরে মানবাধিকার রক্ষা ও ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা ফের চালু করতে আমরা ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছি। তবে যুক্তরাষ্ট্র এ নিয়ে একমত যে, কাশ্মীরের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। 

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এরপর কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ৪০০ রাজনৈতিক নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, যা এখনো স্বাভাবিক হয়নি। কিছুদিন আগে মোবাইল ফোন সেবা চালু করা হলেও অনেকেই এটা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করছেন। 

তবে ভারত সরকার বারবার দাবি করে আসছে, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে তারা।  

উপরে