শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 October, 2019 09:59

মাল্টায় আওয়ামীলীগের অভিষেক অনুষ্ঠান

মাল্টায় আওয়ামীলীগের অভিষেক অনুষ্ঠান
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধি :

ইউরোপের দেশ মাল্টায় বাংলাদেশ আওয়ামীলীগের মাল্টা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 

রোববার দেশটির গেজিরা শহরের একটি আভিজাত হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি সর্ব ইউরোপ আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের উপস্থিতিতে মাল্টা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদারকে শুভেচ্ছা জানিয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে । এই গতিকে থামিয়ে দিতে দেশে এবং বিদেশে জামায়াত-বিএনপির চক্র বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।  আজকে আমরা যেভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি। যে চক্রটি বাংলাদেশের বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেই স্বাধীনতাবিরোধীচক্র আজ বাংলাদেশের উন্নয়নের মহানায়ক গণমানুষের ঠিকানা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমাদের কাছ থেকে একই কায়দায় ছিনিয়ে নেওয়ার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে তারেক জিয়া। এই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে তারা বহুমুখি অপপ্রচার করে বেড়াচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লড়াই চলছে।  এ লড়াইয়ে যে কোন অবস্থায় আমাদের জয়ী হতে হবে। শুধু মালটা নয় ইউরোপে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের নিজেদের মধ্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি”।

এছাড়াও মাল্টা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আপনারা জানেন আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই। আমরা যারা আছি মাল্টা আওয়ামীলীগে, তারা সবাই একই পরিবারের মতো। আমরা সর্বদা এভাবে থাকতে চাই।  দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।  কোন প্রকার হার মানবোনা ইনশাহআল্লাহ। মাল্টা আওয়ামীলীগ এর সকল পর্যায়ের নেতাকর্মীদের সবার প্রতি আমাদের অঙ্গীকার থাকবে, আপনারা মাল্টাতে থাকা অবস্থায় যে যেকোন বিপদে পড়েন অবশ্যই আমাদের অবগত করবেন। অতিতে যেমন আপনাদের পাশে থেকে ভালো কাজ করে এসেছি, আগামীতেও থাকবো।

মাল্টা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশের তত্ত্বাবধানে ও প্রচার সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গ্রিস আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আল আমিন, মাল্টা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজেম আলী স্বপন, মালটা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ডা. দাস এবং আমেরিকান ইউনিভার্সিটি অফ মাল্টা'র সহকারি অধ্যাপক জনাব বাহারুল ইসলামসহ আরও অনেকে।

এসময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদশি শিল্পীরা গানেগানে অতিথিদের মাতিয়ে রাখে।

উপরে