ফ্রান্সের স্কুলে ১৫ বছরের নিচে মোবাইল ফোন নিষিদ্ধ
স্মার্টফোন আসক্তি দূর করতে নতুন আইন হয়েছে। এখন থেকে দেশটিতে ১৫ বছরের কম বয়স্ক কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল, ট্যাবলেট, স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবে না। এমনকি দুপুরের আহার বেলায়ও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (১১ নভেম্বর) থেকে এই বিধান মানা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে মোবাইল নিষিদ্ধ করে আইনটি পাশ হয়। পরবর্তীতে তালিকায় যুক্ত হয় ট্যাবলেট ও স্মার্টওয়াচ।
ক্লাস চলাকালীন ফ্রান্সে মোবাইল নিষেধ করা হয় ২০১০ সালে। তবে এবার অন্যান্য সময়ও আইনে যুক্ত হয়েছে। তবে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য আইনে শিথিলতা রয়েছে।
ছেলেমেয়েরা মোবাইলের ওপর বেশি নির্ভরশীল ও সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমন আশঙ্কাকে কেন্দ্র করে এই আইন জারি করা হয়েছে। এটিকে অভিহিত করা হচ্ছে ‘একুশ’ শতকের আইন হিসেবে।
নতুন আইন অনুসারে শিক্ষার্থীদের তাদের ফোন স্কুলে বন্ধ করে রাখতে হবে নতুবা লকারে জমা করতে হবে। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে।