শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 November, 2019 03:02

ইতালিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতালিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি :

ইতালিতে বাংলাদেশ যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইতালি শাখা।

সোমবার দেশটির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশাল এক কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা। এসময় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের মেয়াদোত্তীর্ণ সভাপতি ইদ্রিস ফরাজি ।

এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা বলেন, ‘দীর্ঘ ৪৭ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ যুবলীগ পাড়ি দিয়েছে অনেক ঘাত-প্রতিঘাত। অর্জন করেছে মানুষের ভালবাসা ও বিশ্বাস। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে’।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ ইতালী শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ-কল্যান সম্পাদক মহিউদ্দিন মহি, উপ-প্রচার সম্পাদক স্বপন দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ সহ অনেকে।

উপরে