শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 November, 2019 22:03

বেলজিয়ামে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বেলজিয়ামে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফারুক আহাম্মেদ মোল্লা, বেলজিয়াম থেকে: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেলজিয়াম যুবলীগ। এ উপলক্ষে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও কেক কেটে জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবলীগ বেলজিয়াম শাখার সভাপতি খালেদ মিনহাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিনের পরিচালনায়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, বেলজিয়ামআওয়ামী লীগের উপদেষ্টা খোকন শরিফ, সহসভাপতি বাবু বিধান দেব, নিরঞ্জন রায়, জহির খান, যুগ্ন সম্পাদক দাউদ খানসোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক ইস্রাফিল হক,তথ্যবিষয়ক সম্পাদক ইমরান আলী, সদস্যা দিলরুবা বেগম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফিরোজ বাবুল।

সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম যুবলীগের সাবেক সভাপতি মোর্শেদ মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আবুল কালামআজাদ মিঠু,সহ সভাপতি মামুন মীর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উল আলম, ক্রিড়া সম্পাদক সাইফুস শাকুর, বেলজিয়াম বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি কৌশিক আহমেদ হিমু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাসুদ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ ও বেলজিয়াম যুবলীগের নেত্রীবৃন্দ সহ বেলজিয়ামের আগত নতুনছাত্র সৈয়দ সজীব, আহসান হাবিব, ফয়েজ,মেহেদী হাসান ও অন্যান্যরা।

বক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বররাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করারলক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীরআত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

উপরে