শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 February, 2020 11:59

ইতালিতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতাদের আলোচনা সভা

ইতালিতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতাদের আলোচনা সভা
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি :

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে আগামী ৪ ফেব্রুয়ারি রোমে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এসফরকে কেন্দ্রকরে নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির ইতালি শাখা।

শনিবার রোমের একটি কার্যালয়ে সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ আনোয়ার ফরাজির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতালি আওয়ামীলীগের সকল কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজি।

এসময় তিনি বলেন, ‘চার ফেব্রুয়ারী ইতালি আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত হোটেলের (Via Gerolamo Frescobaldi, 5, 00198, Grand Hotel Parco dei Principi) হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে’।

এছাড়াও তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসফরকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে ইতালি আওয়ামীলীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতালির বিভিন্ন শহরসহ ইউরোপের বিভিন্ন দেশে থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা রোমে আসতে শুরু করেছে। দেশরত্নের এই আগমন ইতালি ও বাংলাদেশের মধ্যে এক নতুনরূপে সেতুবন্ধন রচিত করবে। এতে দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্যসহ সকল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের পথচলা আরো সুগম হবে’।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালি বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু, সাধারন সম্পাদক এমডি রিয়াজ হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান ও সাংস্কৃতিক সম্পাদিকা সম্পাদক মনিকা ইসলাম।

এছাড়াও ছিলেন, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান এবং ইতালি আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আনোয়ার ফরাজি, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, সদস্য ফারুক ফরাজী, যুবলীগ নেতা সৈয়দ সুমনসহ আরও অনেকে।

উপরে