শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 February, 2020 01:28

উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠের, ইউরোপ ঘিরে বাঁধ তৈরির প্রস্তাব

উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠের, ইউরোপ ঘিরে বাঁধ তৈরির প্রস্তাব
মেইল রিপোর্ট :

বৈশ্বিক উষ্ণতা যেহেতু থামানো যাচ্ছে না, মেরু অঞ্চলের বরফ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। তাই উত্তর মহাসাগরে বিশাল আকারের দুটি বাঁধ তৈরি করে ইউরোপকে রক্ষার প্রস্তাব দিয়েছেন বিজ্ঞানীরা।

দুটি বাঁধের একটি হবে নরওয়ে থেকে স্কটল্যান্ড পর্যন্ত। অন্যটি হবে ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত। জলবায়ূ পরিবর্তনের আগাম সতর্কতা হিসেবে বাঁধ দুটি কাজে লাগবে বলেও মনে করছেন ওই বিজ্ঞানীরা।

প্রস্তাবিত প্রথম বাঁধটির দৈর্ঘ্য হবে প্রায় ৩০০ মাইল এবং বাঁধটি স্কটল্যান্ড থেকে নরওয়ে উপকূল পর্যন্ত বিস্তৃত হবে। অন্যটির দৈর্ঘ্য হবে প্রায় ১০০ মাইল। বিজ্ঞানীদের প্রস্তাবিত বিশাল বাঁধ দুটি উত্তর মহাসাগরের উচ্চতা বৃদ্ধির ভীতি থেকে ইউরোপের হাজারও মানুষকে রক্ষা করবে।

এছাড়া বাঁধ তৈরির প্রস্তাবকারী বিজ্ঞানী আমেরিকান জার্নাল অব মেটিওরোলজিতে বিস্তারিত বর্ণনা করে একটি নিবন্ধও লিখেছেন।

তার প্রস্তাবনা অনুযায়ী, বাঁধ দুটি নির্মিত হলে তা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকৌশলগত কাজ। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫০ বিলিয়ন থেকে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

উত্তর ইউরোপের দেশগুলো যৌথভাবে এর অর্থ সরবরাহ করতে পারে বলেও তার প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

তবে অনেক বিজ্ঞানী এই প্রক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চাতা বৃদ্ধি থেকে ইউরোপকে রক্ষার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।

ক্রেইগ গফ, যিনি প্রায় ২০ বছর ধরে ব্রিটেনে ড্যাম সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো, ‘সংশয়’।

তিনি বলেন, ইউরোপ ঘিরে ড্যাম তৈরির চেয়ে উত্তর সাগরের উপকূলজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অনেক সহজ ও সাশ্রয়ী হবে।’

তবে প্রস্তাবকারী বিজ্ঞানী নিজেও স্বীকার করেছেন ইউরোপ ঘিরে বাঁধ তৈরি আদর্শ কোনো সমাধান নয়।

উপরে