শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 February, 2020 13:29

জার্মানিতে দুটি সিসা বারে গুলিবর্ষণ, নিহত ৮

জার্মানিতে দুটি সিসা বারে গুলিবর্ষণ, নিহত ৮
মেইল রিপোর্ট :

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরের দু’টি সিসা বারে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে স্থানীয় পুলিশ প্রশাসন এক টুইটে জানায়, সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় আর কেউ জড়িত নয় বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ফ্রাঙ্কফুর্ট থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী শহরটিতে প্রথম হামলা হয় সিটি সেন্টার সিসা বারে। সেখানে অন্তত তিনজনকে হত্যার পর হামলাকারী গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী অ্যারেনা বারে যান ও ফের নির্বিচারে গুলিবর্ষণ করেন। সেখানে মারা যান আরও পাঁচজন।

এ ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ হত্যাকারীর সন্ধানে নামে। পরে ভোরের দিকে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। হামলার কারণ ও উদ্দেশ্য এখনও জানা যায়নি।

গত কয়েক বছর ধরে জার্মানিতে বন্দুকধারী হামলার ঘটনা বেশ বেড়ে গেছে। মাত্র চারদিন আগেই দেশটির রাজধানী বার্লিনে গুলিতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ওই দিন শহরের টেম্পোড্রম কনসার্ট সেন্টারের পাশে গুলি করে হত্যা করা হয় তাকে। একই শহরে ২০১৬ সালে গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১২ জন।

উপরে