শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 March, 2020 02:26

ইতালিতে করোনাভাইরাসে একদিনে ৩৪৫ জনের মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে একদিনে ৩৪৫ জনের মৃত্যু
মেইল রিপোর্ট :

বিশ্বব্য্যাপী প্রাণঘাতি হিসেবে দেখা দেয়া করোনাভাইরাসের ভয়ানক আঘাতে দিনদিন মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে করোনাভাইরাসে আবারও নতুন করে একদিনে ৩৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো ২ হাজার ৫০৩ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজর ৫২৬ জন। এদের মধ্যে ২ হাজার ৬০ জন গুরুতর অসুস্থ। এমন খবরে জনমনে করোনা আতংক সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

এরইমধ্যে সুসংবাদ হলো ২ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৬২জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের রোগী ৩১ হাজার ৫০৬ জন। পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনা রোগীদের মধ্যে নারীদের তুলনায় পুরুষরা বেশি মারা যাচ্ছেন। এ পর্যন্ত মৃত্যুর হার নারী ৩৮ ভাগ ও পুরুষ ৬২ ভাগ।

এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। মঙ্গলবার দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান বার্তোলাসো নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনায় মিলানে গেছেন।

জানা গেছে, করোনা মোকাবেলায় প্রায় ২৫ বিলিয়ন ইউরো দিয়ে চিকিৎসক,কর্মী,পরিবার এবং ব্যবসার জন্য সহায়তা করা হবে।

প্রধানমন্ত্রী জুসেপ্পে নির্দেশ দিয়েছেন, প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিয়ম মেনে চলতে। একই সঙ্গে অতি প্রয়োজন ছাড়াবাসা থেকে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি। এছাড়াও প্রশাসন মাইকিং করে সতর্ক করছেন বাসার বাইরে যেতে। অন্যথায় জেল জরিমানা করা হবে।

স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে অনেক মানুষই তেমন সচেতন হয়নি। এখনো রাস্তায় ঘুরাঘুরি করছে। এরকম মানুষের সংখ্যা ২ হাজারের বেশি যাদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ করে ব্যবস্থা নিচ্ছেন।

উপরে