শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 April, 2020 16:54

করোনায় অভিভাবকদের হারিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

করোনায় অভিভাবকদের হারিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি :

করোনায় মৃত্যুপুরী ইতালিতে হাজারো বৃদ্ধের মৃত্যুতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দেশটির তরুণ নেতা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মায়িও। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজারেরও বেশি। যারমধ্যে বেশীরভাগ মানুষের বয়সই ছিল ৬০ বছরের বেশী।

এসব বয়স্কদের তিনি দাদা-দাদি ও নানা-নানি সম্বোধন করে যারা এই মহামারিতে এদের হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান এ মহামারিতে আমরা আমাদের অভিভাবকদের হারিয়েছি। মহামূল্যবান এসব দাদা-দাদুরা তাদের মৃদু হাসি দিয়ে আমাদের মন ভরিয়ে দিতেন। যা কিনা মাঝেমধ্যে ছোট্ট শিশুরা দিতে পারে। আমি আমার দাদা-দাদু ও নানা-নানুকে হারিয়েছি কয়েকবছর আগে। তাদের সাথে শৈশবে অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি। আমি জানি একটি ব্যক্তিজীবনে তাদের ভূমিকা কতবেশি। তাই বলব, আপনারা কেউ ভেঙ্গে পরবেন না। বুধবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এই কথা লিখেন।

এছাড়াও তিনি বৃদ্ধাশ্রমে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলেন, বৃদ্ধাশ্রম ইস্যুতে কেউ কারো দোষ খুঁজতে থাকলে সেটা কোন উপকারে আসবেনা।  শুধুশুধু বিতর্ক বাড়াবার কোন প্রয়োজন নেই। এটা নিয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে আসলে সঠিক বিচার করা হবে।

এই মহামারিতে যারা আত্মীয়স্বজনদের হারিয়েছেন তাদের ভার্চুয়াল আলিঙ্গন জানান তিনি।

উল্লেখ্য, দেশটির বেশকয়েকটি গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যায়, বৃদ্ধাশ্রমে কর্মরত কর্মীরা করোনার সময়ে বৃদ্ধদের সেবা না দিয়ে তাদের সাথে অমানুষিক আচরণ করেছেন। এছাড়াও অনেকে সেবা না দিয়ে চাকরী ছেড়ে চলে গিয়েছেন। 

উপরে