ইতালিতে কমেছে মৃতের সংখ্যা, একদিনে ২৬০ জন
করোনায় মৃত্যুপুরী ইতালিতে কমে এসেছে মৃতের সংখ্যা। রোববার সারাদেশে টানা চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে ২৬০ জনের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩২৪ জন।
এনিয়ে দেশটিতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জনে পৌঁছেছে।
নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি জানান, রোববার পুরোদেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৮ করোনা রোগী। এনিয়ে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৬৪ হাজার ৯২৮ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ১ লাখ ৬ হাজার ১০৩ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ২ হাজার ৯ জন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে রোববার কিজি ভবন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, করোনা মোকাবিলায় আমরা অনেকটাই সফল হয়েছি। আমাদের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমে আমরা অন্তিম মুহূর্তে চলে এসেছি। তবে করনামুক্ত নতুন এক ইতালি দেখতে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে।