শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 May, 2020 12:26

স্পেনে এসাইলাম আবেদনকারীদের জন্য নতুন নীতিমালা প্রকাশ

স্পেনে এসাইলাম আবেদনকারীদের জন্য নতুন নীতিমালা প্রকাশ
কবির আল মাহমুদ, স্পেন :

করোনাভাইরাসজনিত সঙ্কটের কারণে স্পেনে মেয়াদ বেড়েছে এসাইলাম আবেদনকারীদের সব ধরনের ডকুমেন্টের। মানবিক দিক বিবেচনা করে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পুলিশ (কমিশনার) প্রধানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্পেনের বিদেশি এবং সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়। সংকটকালীন জরুরি অবস্থার সময়ে যাঁদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে, তাঁরা এ সুবিধার আওতায় পড়বেন।

গত ২১ মে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে দেশটিতে ক্ষতির সম্মুখীন হওয়া এসাইলাম আবেদনকারীদের উদ্দেশ্যে কয়েকটি নতুন নীতিমালা উল্লেখ করা হয়েছে।

যেখানে স্পেনে অবস্থানরত এসাইলাম বা আসিলো আবেদন যাদের চলমান ছিল এবং জরুরি রাষ্ট্রীয় সতর্কতা ঘোষণার পর থেকে তা আটকে আছে তাদের পরবর্তী করণীয় সমন্ধে বলা হয়। যারা আসিলো আবেদন করে লালকার্ডধারী আছেন যাদের কার্ডের মেয়াদ স্পেনে জরুরি অবস্থা শুরু হবার আগে শেষ হয়েছে বা জরুরি অবস্থা চলাকালীন শেষ হবে তাদের কার্ডের মেয়াদ এই নোটিশ এর আলোকে সাত মাস বৃদ্ধি করা হয়েছে।

তবে এর মাঝে যদি পুলিশ অফিস থেকে আসিলো আবেদন নাকচ করে দেওয়া হয় সেক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। যেদিন আসিলো আবেদন নাকচ করার চিঠি আসবে সেদিন থেকেই আবেদনকারীর স্পেনে অবৈধ বা তার স্পেনে অবস্থানের কোন  বৈধ কাগজ থাকবে না।

দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করা হয় তা হচ্ছে, যারা স্পেনে নতুন আসিলো বা এসাইলাম আবেদন করেছে এবং কোন লাল কার্ড হাতে পায়নি বা তাদের অনেকেরই CITA বা এপয়েনমেন্ট ছিল কিন্তু যেতে পারেনি জরুরি অবস্থা থাকার কারণে এবং তাদের হাতে এসাইলাম আবেদনের সময় যে সাদা কাগজটি দেয়া হয়েছিলো যার মেয়াদ ৬ মাস ছিল সেটির মেয়াদ যদি জরুরি অবস্থা শুরু হবার আগে বা চলাকালীন সময়ে শেষ হয়ে যায় তাহলে তাদের এই বিজ্ঞপ্তির আলোকে সেই সাদা কাগজের মেয়াদ আরো ৯ মাস বৃদ্ধি করা হয়েছে। যা শুরু হবে যেদিন থেকে সেই সাদা কাগজের মেয়াদ শেষ হবে সেদিন থেকে। যদি না ইতিমধ্যে পুলিশ অফিস থেকে এসাইলাম আবেদন নাকচ না করে দিয়ে থাকে।

সাদা কাগজধারী এসালাম আবেদনকারীদের জন্য সবচেয়ে ভালো দিকটা হলো সেই সাদা কাগজের মেয়াদ যাদের ৬ মাস পার হয়ে গেছে তাদেরকে বর্তমানে কাজের অনুমতিও দেয়া হয়েছে। এর সাথে সাথে যাদের লাল কার্ড ছিল কিন্তু কাজের অনুমতি ছিল না তাদেরকেও কাজের অনুমতি দেওয়া হয়েছে। তারা চাইলে যেকোন কোম্পানিতে বৈধ ভাবে কন্ট্রাক্টসহ কাজ করতে পারবে। অর্থাৎ ইতিমধ্যে যেসব এসাইলাম আবেদনকারী কাজের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করছিল তারা সবাই এখন ৬ মাস অতিবাহিত হওয়া সাদা কাগজ বা ইতিমধ্যে পাওয়া লাল কাগজ দিয়েই যেকোন কোম্পানিতে কাজ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জরুরি অবস্থা চলাকালীন সময়ে আসিলো অফিসে পূর্ব নির্ধারিত যত CITA বা এপয়েনমেন্ট ছিল বা আছে সেগুলো বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, দেশটির বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় এসাইলাম সম্পর্কে এই বিষয় গুলো পরিষ্কার হওয়ায় এখানকার এসাইল আবেদনকারী যারা আছেন, বিশেষ করে যারা কাজের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন তাদের অনেক উপকার হবে এবং তারা এখন থেকে বৈধ ভাবেই স্পেনের যেকোন কোম্পানিতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কোম্পানি তাদেরকে নিয়োগ নিলে তারা বিনা বাধায় কাজ করার সুযোগ পাবে। এছাড়া স্পেনের রিফুজি অফিসে CITA বা এপয়েন্টমেন্ট পাওয়াটা সবসময়ই সময় সাপেক্ষ ব্যাপার, এসাইল আবেদন বা যাদের লালকার্ড আছে সেটা স্বয়ংক্রিয় নবায়ন হওয়াতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

উপরে