শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 June, 2020 02:37

মাদ্রিদে বাংলাদেশী প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানির বার্ষিক সভা অনুষ্ঠিত

মাদ্রিদে বাংলাদেশী প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানির বার্ষিক সভা অনুষ্ঠিত
কবির আল মাহমুদ, স্পেন :

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানি লিমিটেডের দায়িত্বশীলদের বার্ষিক মান উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭জুন) সিলেট ফ্রেসকো কোম্পানির উছেরাস্থ শো-রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের ৫০ জন দায়িত্বশীল কর্মকর্তা সভায় অংশ নেন।

সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহ পরিচালক জামিল হোসেনের শাহ আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমান, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল,অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কবির আল মাহমুদ প্রমুখ।

 এসময় করোনা–বিপর্যয়ের সময় কোম্পানি মান উন্নয়ন এবং বিক্রয় বৃদ্ধি নিয়ে মাদ্রিদ শহরে বিভিন্ন এলাকায় দায়িত্বশীল কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা সভায় তারা নতুন নতুন পরিকল্পনা এবং কিভাবে ক্রেতাদের আকৃষ্ট করা যায় এ ব্যাপারে বক্তব্য প্রদান করেন। এসময় কোম্পানির  দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ফরহাদ হোসেন, কামিল আহমেদ শুবেল প্রমুখ।

সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক  ইকবাল হোসেন বলেন, মাদ্রিদের অনেক নামি দামি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে সিলেট ফ্রেসকো কোম্পানি এগিয়ে চলছে। আপনাদের পরিশ্রম এবং আন্তরিকতার জন্য তা সম্ভব হয়েছে। বাংলাদেশি প্রবাসিদের প্রাধান্য দিয়ে, এটাকে প্রবাসের বুকে সহজে আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষতে এই ধারা অব্যাহত রাখতে দায়িত্বশলীদের প্রতি তিনি আহবান জানান।

এসময় উপস্থিত অতিথিরা বলেন,স্পেনের আইন মেনে সিলেট ফ্রেসকো কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে ।  কোম্পানিটি  ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও প্রবাসে সমাজের জন্য বিভিন্ন ধর্মীয় সেবামূলক কাজও করছে তারা। সিলেট ফ্রেসকো কোম্পানির পরিসর বৃহৎ আকারে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন ।

সভায় করোনায় বিপর্যয় থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায়  বিশেষ মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন শাহজালাল ফুলতলী জামে মসজিদ মাদ্রিদের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে সিলেট ফ্রেসকো কোম্পানির দায়িত্বশীলদের নতুন ইউনিফর্ম প্রদান করা হয়। 

উপরে