শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 July, 2020 20:23

পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ইউরোপীয় ইউনিয়নের

পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ইউরোপীয় ইউনিয়নের
মেইল রিপোর্ট :

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে মধ্যে সাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক জোটটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ২০১৫ সালের ওই চুক্তিটি নিয়ে ইইউ-এর এমন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

জোসেপ বোরেল বলেন, সমঝোতা কার্যকর করে তোলার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে।

শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে জোসেপ বোরেল বলেন, ‘আমি পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছি এবং মনে করি ইরানের সঙ্গে সমঝোতা রক্ষা করা জরুরি। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট কমিশনের সমন্বয়ক হিসেবে আমি আমার ভূমিকা পালন করে যাব।’

পরমাণু সমঝোতা স্বাক্ষরের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ভূমধ্যসাগরীয় সংলাপ ২০২০-এ দেওয়া ভার্চুয়াল বক্তৃতার পূর্ণাঙ্গ ভিডিও জোসেপ বোরেল তার টুইটার পোস্টে যুক্ত করেছেন।

তিনি বলেন, ‘দুইটি কারণে পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। প্রথমত বিশ্বের সামনে এ সমঝোতার বিকল্প নেই। দ্বিতীয়ত আমরা যদি নতুন একটি চুক্তি করতে চাই তাহলে সেটি হবে ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি যা সম্ভব নয়।’

জোসেপ বোরেল বলেন, ‘১২ বছরের আলোচনা শেষে মতভিন্নতা দূর করে এই চুক্তি হয়েছিল। এটি ছিল পুরো দুনিয়ার জন্য এক বিশাল সফলতা।’

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের টানা ১৫টি প্রতিবেদনে বলেছে, এই সমঝোতার আলোকে তেহরান তার পরমাণু কর্মসূচির ক্ষেত্রে যাবতীয় বাধ্যবাধকতা মেনে চলছে। 

উপরে