শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 October, 2020 23:00

গ্রীস প্রবাসীদের অপেক্ষা বাড়লো ১২ অক্টোবর পর্যন্ত

গ্রীস প্রবাসীদের অপেক্ষা বাড়লো ১২ অক্টোবর পর্যন্ত
এস এম মাঈনুল ইসলাম সোহেল, ইউরোপ :

গ্রিসে প্রবেশের ক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ফলে টার্কিশ এয়ারের ফ্লাইটে করে ছুটিতে আসা প্রবাসীদের দেশটিতে ফিরতে অন্তত ১২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্দিষ্ট দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভ্রমণ বিধিনিষেধ, নেতিবাচক কোভিড-১৯ পরীক্ষা এবং যাত্রার অবস্থান ফর্ম পূরণ সংক্রান্ত এয়ারলাইন্সের নির্দেশনা আগামী ১২ অক্টোবর (সোমবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সিএএ জানিয়েছে, কোভিড-১৯ মহামারি থেকে যাত্রী এবং নাগরিকদের রক্ষার লক্ষ্যে একাধিক ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নির্দেশিকা শনিবার (০৩ অক্টোবর) থেকে কার্যকর হবে এবং ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে, গ্রীসে যেতে সকল যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ভ্রমনের ৭২ ঘন্টার মধ্যে। 

উপরে