শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 October, 2020 01:13

ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় নিহত ৩, সর্বোচ্চ সতর্কতা জারি

ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় নিহত ৩, সর্বোচ্চ সতর্কতা জারি
মেইল রিপোর্ট :

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত প্রাথমিকভাবে দুই জন নিহতের খবর পাওয়া গেছে। পরে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হওয়াতে নিহতের সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে। শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনাকে শহরের নোত্র দাম গির্জার ওপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি।
 
মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি জানান, হামলাকারীকে আটক করা হয়েছে।

ফ্রান্সের প্রচারমাধ্যম ইউরোপ ১- জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালিয়েছে। সে এক নারীসহ দুই জনকে গলা কেটে  হত্যা করেছে।

গ্রেফতারের পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যেই বৃহস্পতিবার নতুন করে ছুরি হামলার ঘটনা ঘটলো। 

সর্বোচ্চ সতর্কতা জারি: নিস শহরে ছুরি হামলায় তিন জন নিহতের পর দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। 

ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স দেশটির আইন প্রণেতাদের জানিয়েছেন, হামলার ঘটনায় সতর্কতার মাত্রা জরুরি অবস্থায় উন্নীত করা হবে।

করোনাভাইরাস মহামারি ঠেকাতে এক মাসের লকডাউন ঘোষণার মধ্যেই এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।

উপরে