নৌকাডুবিতে ইউরোপগামী ১৪০ অভিবাসীর মৃত্যু
মেইল রিপোর্ট :
ইউরোপগামী একটি নৌকাডুবিতে অন্তত ১৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, সেনেগাল উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় ২০০ অভিবাসী ছিলেন।
আইওএম জানায়, শনিবার সেনেগাল উপকূলের বৌর শহর ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে আগুন ধরে এবং পরে তা ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। এই রুট ২০১৮ সাল থেকে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জনপ্রিয় হয়ে উঠেছে।
জাতিসংঘ জানিয়েছে, এটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা।
স্পেন সরকারের তথ্য মতে, এই বছর ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছেন ১১ হাজারের বেশি অভিবাসী। গত বছরের তুলনায় এই সংখ্যা ছিল ২ হাজার ৫৫৭ জন।