শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 March, 2021 23:55

গ্রিসে উৎসাহ ও উদ্দীপনায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

গ্রিসে উৎসাহ ও উদ্দীপনায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
এস. এম . মাঈনুল ইসলাম সোহেল, ইউরোপ :

থাযোগ্য মর্যাদার সাথে প্রাচীন সভ্যতার পীঠস্থান গ্রিসে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।  সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

গ্রিসসহ সারা বিশ্বে চলমান করোনা মহামারী পরিস্থিতির প্রেক্ষিতে এ বছর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে অনলাইনে জুম প্লাটফর্মে একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়।  দুই ভাগে বিভক্ত বিশেষ এ ওয়েবিনারের প্রথম অংশে অংশগ্রহণ করেন গ্রিসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অমৃত লাগুন, গ্রিসের মিউনিসিপ্যালিটি অব পিনিওস এর মেয়র  এবং সাবেক সংসদ সদস্য আন্দ্রেয়াস মারিনোস, গ্রিসের ইউনেস্কো ক্লাব অব পিরাউস অ্যান্ড আইল্যান্ডের -এর সভাপতি ইয়ানিস মারোনিতিস, গ্রিসের পিরাউস-এ বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল থিওডোর ভেনিতজানোস, মাল্টায় বাংলাদেশের অনারারী কনসাল মার্সেলো চেরুবিনো এবং বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি এবং প্রচার মাধ্যম ব্যক্তিত্ব আলেকজান্ডার কাদের বক্স। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপন্থাপন করেন ইউনিভার্সিটি অব এথেন্সের অধ্যাপক ড. ডিমিট্রিয়স ভাসিলিয়াদিস। এছাড়া পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত এই ওয়েবিনারে জন্য প্রেরিত ভিডিও বার্তা প্রচার করা হয়।

ওয়েবিনারের প্রথম অংশে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদের সঞ্চালনায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক বক্তৃতার গুরুত্ব ও বৈশ্বিক তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু তার বক্তৃতার মাধ্যমে যুগোত্তীর্ণ নেতায় পরিণত হয়েছিলেন।  তার আহবান শুধু বাঙালিদের  নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেুর মেহনতি, নির্যাতিত মানুষের যৌক্তিক দাবি আদায়ের অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়েছে।

দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় ওয়েবিনারের দ্বিতীয় অংশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুক্ত আলোচনায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস,থাসেলোনিকি থেকে এস,এম,মাঈনুল ইসলাম সোহেল, গ্রিস আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । 

উপরে