শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 March, 2021 01:17

ইউরোপে বাংলাদেশিদের স্থায়ী নাগরিকত্ব লাভের হার কমছে

ইউরোপে বাংলাদেশিদের স্থায়ী নাগরিকত্ব লাভের হার কমছে
মেইল রিপোর্ট :

বাংলাদেশিদের ইউরোপে স্থায়ী নাগরিকত্ব লাভের হার কমছে। ইউরোপিয়ান ইউনিয়নের হিসেব অনুযায়ী, ২০১৯ সালে তাদের ২৮টি (যুক্তরাজ্যসহ) সদস্য রাষ্ট্রের মধ্যে সর্বমোট ৮ হাজার ৫৫ জন বাংলাদেশি নাগরিক স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন।

সবচেয়ে বেশি ৩ হাজার ৭৮০ জন  নাগরিকত্ব পেয়েছেন যুক্তরাজ্যে (বর্তমানে ইইউর বাইরে), দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালিতে ১ হাজার ৫৪১ জন,  তৃতীয় সর্বোচ্চ পর্তুগালে  ৬২৯ জন, ফ্রান্সে ৫৩৩ জন, স্পেনে ৪২৮ জন,  জার্মানিতে ২২৫ জন এবং বেলজিয়ামে ৯৭ জন সহ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক ইইউর নাগরিকত্ব লাভ করেছেন।

ইইউতে বাংলাদেশি নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার সংখ্যা দিন দিন কমছে। ২০১৪ সালে ১১,১৬২ জন, ২০১৫ সালে ১১,৬৩৭ জন, ২০১৬ সালে ১৫,৪৮৬ জন, ২০১৭ সালে ৯,৭১২ জন, ২০১৮ সালে ৭,৮১২ জন। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সামান্য কিছু বেশি হলেও পূর্ববর্তী বছরগুলোর থেকে অনেক কম।

ইইউতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০১৯ সালে ৭ লাখ ৬ হাজার জন মানুষ নাগরিকত্ব লাভ করেছে। বাংলাদেশের নাগরিকদের নাগরিকত্ব লাভের হার মোট সংখ্যা হিসেবে মাত্র ১ দশমিক ১৫ শতাংশ।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের দেশগুলোর ইমিগ্রেশন এবং নাগরিকত্ব আইনের পরিবর্তনসহ ইউরোপ সীমান্তে কঠোরতার কারণে অভিবাসীদের আগমন কম হয়েছে। তাছাড়া বিংশ শতকের শেষ অংশে ইউরোপের অর্থনৈতিক ধসের কারণে বৈধ কাগজপত্র কাজ জোগাড় করতে না পারায় অনেক বাংলাদেশি দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন।

উপরে