শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 October, 2022 07:14

বাবার ৪০ বছর পর ছেলের নোবেল জয়

বাবার ৪০ বছর পর ছেলের নোবেল জয়

মেইল ডেস্ক:

২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে। ঠিক ৪০ বছর আগে একই বিভাগে চিকিৎসা শাস্ত্রে ১৯৮২ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বাবা সুন বার্গস্ট্রম। সোমবার (৩ অক্টোবর) স্টকহোমের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটে নোবেল কমিটি সুভান্তে প্যাবোর নাম ঘোষণা করে।

মানব বিবর্তন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি। মানব সম্প্রদায়ের বর্তমান প্রজাতির সাথে পূর্বপুরুষদের জিনের পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় প্যাবোর গবেষণায়। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে চলা গবেষণার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান তিনি।

ক্যারোলিনস্কা ইন্সটিটিউট নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান বলেন, বিলুপ্ত হোমিনিনের জিন ও মানবজাতির বিবর্তন নিয়ে কাজের জন্য ২০২২ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার সুভান্তে প্যাবোকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি। ফোনে জানানো হয়েছে তাকে। তিনি অত্যন্ত আনন্দিত এই খবরে।

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন এই জিন বিজ্ঞানী। জার্মানির ইউনিভার্সিটি অব মিউনিখ ও ম্যাক্স প্ল্যাংক ইন্সটিটিউট ফর ইভোল্যুশনারি অ্যানথ্রোপোলজি ইন লিপজিং এর গবেষক হিসেবে কাজ করেন সুভান্তে।

চিকিৎসা শাস্ত্রে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। মঙ্গলবার পদার্থবিজ্ঞান এবং পরদিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল সম্মাননা। ৬ অক্টোবর সাহিত্যে এবং ৭ অক্টোবর ঘোষিত হবে শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। আগামী সোমবার ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

উপরে