শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 November, 2022 23:00

খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহার করল রাশিয়া

খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহার করল রাশিয়া
মেইল রিপোর্ট :

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খেরসনের রাজধানী খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অল্প কিছুদিনের মধ্যেই খেরসনের দখল নিয়েছিল রুশ বাহিনী।

ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বুধবার বাহিনীর এক বৈঠকে বলেন, পর্যাপ্ত রসদ ও জনবলের অভাবে বর্তমানে খেরসন সিটিতে সেনা মোতায়েন রাখা আর সম্ভব হচ্ছে না।

বিবিসির প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া।

খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহারের অর্থ— ইউক্রেনের প্রধান নদী দানিপ্রোর পশ্চিমাঞ্চল থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিয়েছে রুশ বাহিনী।

তবে রুশ বাহিনীর এই পদক্ষেপ তাদের রণকৌশল পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। কারণ বুধবারের বৈঠকে জেনারেল সুরোভিকিন বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমার মতে সবচেয়ে বিচক্ষণ ও আদর্শ বিকল্প হলো, দানিপ্রো নদী ও তার যেসব এলাকা এখনও রুশ বাহিনীর দখলে রয়েছে, সেসব এলাকায় নতুন করে সেনাদের সংগঠিত করা।’

বুধবার খেরসনের রুশপন্থী উপনেতা কিরিল স্ট্রেমৌসভ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি অবশ্য এখনও পরিষ্কার নয় যে, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ছয় দিন আগে স্ট্রেমৌসভ রুশ বাহিনীকে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, দানিপ্রোর পূর্বাঞ্চলে রাশিয়াকে সেনা সমাবেশ বাড়াতে হতে পারে।

কিরিল স্ট্রেমৌসভের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দানিপ্রোর পশ্চিম তীর থেকে সেনাদের সরিয়ে নিল রুশ কমান্ড।

উপরে