শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 November, 2022 23:09

রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে ট্রাইব্যুনাল গঠন করতে চায় ইইউ

রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে ট্রাইব্যুনাল গঠন করতে চায় ইইউ
মেইল রিপোর্ট :

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্ত করতে ইউনিয়ন জাতিসংঘ সমর্থিত একটি বিশেষ আদালত গঠনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় (ইইউ)। বুধবার ইইউ এই প্রস্তাব দেয়।

একইসঙ্গে যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে রাশিয়ার আটকে থাকা সম্পদ ব্যবহারের প্রস্তাবও দেয় জোটটি।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ট্রাইব্যুনালের জন্য আন্তর্জাতিক সমর্থন যোগাতে ইইউ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের কাজে সমর্থন দেওয়া অব্যাহত রয়েছে।  

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক আগ্রাসনে অনুমতি দেওয়ার পর থেকে, তার সৈন্যরা নানা সময় হত্যা থেকে শুরু করে অ্যাবিউজের অভিযোগে অভিযুক্ত হয়েছে। এর মধ্যে ১৬ মার্চ মারিওপোলের একটি থিয়েটারে হামলায় প্রায় ৬০০ প্রাণহানির ঘটনাও রয়েছে।  

ইউক্রেন যুদ্ধে সামরিক বাহিনীর নানা অপরাধ তদন্ত ইউরোপে চলমান। হেগ-ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।  

উরসুলা ভন ডার লেন বলেন, অনুমান করা হচ্ছে, যুদ্ধের শুরু থেকে ২০ হাজারেরও বেশি ইউক্রেনীয় বেসামরিক এবং এক লাখেরও বেশি ইউক্রেনীয় সৈন্য হত্যার শিকার হয়েছেন।  

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা মঙ্গলবার লন্ডনে আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, হামলাকারীদের ধরা হোক। শুধুমাত্র জয়ই আমাদের প্রয়োজন নেই। আমরা বিচার চাই।  

রাশিয়ার যুদ্ধাপরাধকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের নৃশংসতার সঙ্গে তুলনা করেন।  

ভন ডার লেন মঙ্গলবার বলেন, ২৭ দেশের একটি জোট চায়, রাশিয়া যাতে ধ্বংসের জন্য ক্ষতিপূরণ দেয়। তার অনুমান, ইউক্রেনে প্রায় ৬০০ বিলিয়ন ইউরো সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

উপরে