শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 November, 2023 11:18

কাঠের নৌকায় ২৫০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায়

কাঠের নৌকায় ২৫০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায়
মেইল রিপোর্ট :

কাঠের নৌকায় সাগর পাড়ি দিয়ে প্রায় ২৫০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার তারা ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে পৌছান।

এ নিয়ে চলতি সপ্তাহে ৬০০ রোহিঙ্গা সেখানে গিয়েছেন বলে জানান স্থানীয় কর্মকর্তারা। 

রোহিঙ্গারা মিয়ানমারে প্রচণ্ডভাবে নির্যাতিত। তাদের বেশিরভাগই মুসলিম। প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করেন। অনেক সময় দুর্বল নৌকায় করে তারা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করেন।
 
ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে পুরুষ, নারী, শিশু ও নবজাতকরা রয়েছে। ক্ষুব্ধ স্থানীয়রা তাদের নৌকা থেকে সৈকতে নামতে প্রথমে বাধা দেন। এ সময় ওই রোহিঙ্গারা নৌকা থেকে নামতে অনুনয়-বিনয় করেন।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা ৯ লাখ ৬০ হাজার। তাদের বেশিরভাগই ২০১৭ সালে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।  

মঙ্গলবার আরেকটি নৌকায় ১৪৭ রোহিঙ্গা আচেহ প্রদেশের পিদি অঞ্চলে যান বলে স্থানীয় সরকারি কর্মকর্তা এক বিবৃতিতে জানান। আগের দিন একই অঞ্চলে ১৯৬ জনের একটি দল সেখানে পৌঁছায় বলে স্থানীয় নৌ কমান্ডার আন্দি সুসান্ত জানান।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইন্দোনেশিয়ায় যাওয়া রোহিঙ্গাদের সাহায্য করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। ইন্দোনেশিয়ায় সংস্থাটির মুখপাত্র মিত্রা সালিমা সুরিয়োনো এমনটি জানান।  

ইউএনএইচসিআরের দেওয়া তথ্য অনুযায়ী ২০২২ সালে দুই হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে ধরে নেওয়া হয়।  

সংস্থাটির অনুমান, বিপজ্জনক সমুদ্রযাত্রার চেষ্টা করার সময় গত বছর প্রায় ২০০ রোহিঙ্গা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

উপরে