শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 January, 2024 22:26

বাল্টিক অঞ্চলে জেলেনস্কির আকস্মিক সফর

বাল্টিক অঞ্চলে জেলেনস্কির আকস্মিক সফর
মেইল রিপোর্ট :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিথুয়ানিয়ায় পৌঁছেছেন। জেলেনস্কির আকস্মিক এ সফর বাল্টিক অঞ্চলের তিন রাষ্ট্রে।

তার দেশে রাশিয়ার যুদ্ধ এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বুধবার জেলেনস্কি তার টুইটার হ্যান্ডলে বলেন, তিনি এর পর লাটভিয়া ও পরে এস্তোনিয়া যাবেন। পোস্টে তিনি লেখেন, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং নীতিগত অংশীদার। আজ, আমি তালিন ও রিগা যাওয়ার আগে ভিলনিয়াসে পৌঁছেছি।  

নিরাপত্তা, ইইউ ও ন্যাটোভুক্ত হওয়া, ইলেকট্রনিক প্রতিদ্বন্দ্বিতা এবং ড্রোন বিষয়ে সহযোগিতা এবং ইউরোপীয় সমর্থনের পরবর্তী সমন্বয়, সবই এজেন্ডায় রয়েছে।

জেলেনস্কি ও লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নওসেদার মধ্যে আলোচনার কথা রয়েছে। এরপর তারা এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন।

এক বিবৃতিতে নওসেদার দপ্তর বলছে, দুই প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ, ইউক্রেনের জন্য সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন।  নওসেদার অফিস আরও বলছে, ইউক্রেনের নেতা দেশটির জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন।  

উপরে