শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 May, 2024 01:04

ইউরোপে তিন বছরে ৫০ হাজারের বেশি অভিবাসী শিশু নিখোঁজ

ইউরোপে তিন বছরে ৫০ হাজারের বেশি অভিবাসী শিশু নিখোঁজ
মেইল রিপোর্ট :

 

ইউরোপে আসার পর গত তিন বছরে ৫০ হাজারেরও বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে৷ এ হিসাবে গড়ে প্রতিদিন ৪৭ শিশু নিখোঁজ হয়েছে৷

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সম্মিলিত উদ্যোগ ‘লস্ট ইন ইউরোপ’-এর গবেষণায় দেখা গেছে, ইউরোপে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা অন্তত ৫১ হাজার ৪৩৩ জন সঙ্গীহীন অভিবাসী শিশু এবং কিশোর নিখোঁজ হয়েছে৷

২০২১ সালে প্রকাশিত একটি গবেষণার ওপর ভিত্তি করে মাসব্যাপী অনুসন্ধানের পর এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ ২০২১ সালের ওই গবেষণা দেখানো হয়েছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ইউরোপে আসা ১৮ হাজারেরও বেশি অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে৷

সবশেষ অনুসন্ধানে পাওয়া তথ্য অনুসারে, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে ইটালিতে৷ গত তিন বছরে দেশটিতে ২২ হাজার ৮৯৯ শিশু নিখোঁজের তথ্য নিবন্ধিত হয়েছে৷ এরপর অস্ট্রিয়ায় ২০ হাজার ৭৭ জন, বেলজিয়ামে দুই হাজার ২৪১ জন, জার্মানিতে দুই হাজার পাঁচ জন এবং সুইজারল্যান্ডে এক হাজার ২২৬ জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধন করা হয়েছে৷

লস্ট ইন ইউরোপ প্রকল্পের এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ অভিবাসী শিশুদের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে৷ কারণ সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা কঠিন এবং ইউরোপের কিছু দেশ নিখোঁজ শিশুদের কোনো তথ্য সংগ্রহ করে না৷

পাচার চক্রের শিকার হওয়ার শঙ্কা:
শিশুদের নিখোঁজ ও শোষণ প্রতিরোধে কাজ করা তৃণমূল সংগঠনের নেটওয়ার্ক মিসিং চিলড্রেন ইউরোপ-এর মহাসচিব আহি ইফেন বলেছেন, এই পরিসংখ্যান খুবই ‘উদ্বেগজনক৷’

লস্ট ইন ইউরোপের সদস্য ও জার্মান সংবাদমাধ্যম আরবিবি২৪-কে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টিকে ইউরোপের ‘ভঙ্গুর অভিবাসন ব্যবস্থার’ সঙ্গে মিলিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র কমিশনার ইলফা ইয়োহানসন৷

তিনি সতর্ক করে বলেন, ‘সংশ্লিষ্ট শিশুরা মানবপাচারকারীদের শিকার হতে পারে৷’

মিসিং চিলড্রেন ইউরোপের মতো শিশু সুরক্ষা সংস্থাগুলো বলছে, সঙ্গীহীন অভিবাসী শিশু এবং শরণার্থীরা সহজেই প্রভাবিত হওয়ার এবং পাচারকারীদের শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নারী অধিকারকর্মী ইফেনকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউরোপে আসা অনেকেই ঋণ পরিশোধ করতে গিয়ে, কখনো তাদের পাসপোর্ট বা প্রিয়জনকে জিম্মি করে রাখার কারণে মানবপাচারকারীদের হাতে শোষণের শিকার হয়েছেন৷

ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের ‘দ্য চাইল্ডমুভ প্রজেক্ট’ এর ২০২২ সালের এক গবেষণায় গবেষকেরা দেখিয়েছেন, ইউরোপ পৌঁছাতে গিতে ৮০ শতাংশেরও বেশি শিশু শারীরিক সহিংসতার শিকার হয়৷ 


সূত্র: ইনফোমাইগ্রেন্টস

উপরে