টেলিগ্রামকে রাশিয়ার ৮০ হাজার ডলার জরিমানা

সরকারকে উৎখাতের জন্য বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানো কনটেন্ট না সরানোর কারণে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।
মঙ্গলবার (০৮ এপ্রিল ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, সন্ত্রাসী হামলা ও রাশিয়ান সরকার উৎখাতের লক্ষ্যে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানোর মতো কনটেন্ট সরাতে অস্বীকৃতি জানানোয় টেলিগ্রামকে ৭০ লাখ রুবল বা ৮০ হাজার ডলার জরিমানা করেছে মস্কোর এক আদালত।
আদালতের নথির বরাত দিয়ে তাস বলেছে, বিপুল সংখ্যাক তথ্য সম্পদের মালিক হওয়ার পরও চরমপন্থী কার্যকলাপের আহ্বান সংশ্লিষ্ট তথ্য বা বিভিন্ন চ্যানেল সরাতে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম।
বার্তা সংস্থাটি আরও বলেছে, রাশিয়ার সরকারকে উৎখাতের লক্ষ্যে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার লক্ষ্যে দেশটির রেল পরিবহনে সন্ত্রাসী হামলার আহ্বান জানিয়েছে আদালতের নথিতে তালিকাভুক্ত কয়েকটি টেলিগ্রাম চ্যানেল।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম।
রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের প্রতিষ্ঠিত টেলিগ্রামের প্রায় একশ কোটি ব্যবহারকারী রয়েছে। রাশিয়া, ইউক্রেইন ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্লাটফর্মটি।
২০২৪ সালের অগাস্টে টেলিগ্রাম ব্যবহার করে জালিয়াতি, অর্থ পাচার ও শিশু যৌন নির্যাতনের ছবি শেয়ারের অভিযোগে ফ্রান্সে গ্রেপ্তার হন পাভেল দুরভ।
মামলার তদন্তের পর ফ্রান্সে বেশ কয়েক মাস আটক ছিলেন তিনি। এরপর এ বছরের মার্চ মাসে আদালতের অনুমতি মিললে দুবাইতে নিজের বাড়িতে ফিরে আসেন দুরভ।