অ্যামাজনে লাখো মানুষের বসবাস ছিল!
অ্যামাজন জঙ্গলে মিলিয়ন মানুষের বসবাস ছিল বলে একটি গবেষণায় বলা হচ্ছে। এতদিন অ্যামাজনে মানুষের বসবাসের ব্যাপারে বলা হয়েছে, বনটির দুই-তৃতীয়াংই অজানা। কিন্তু গবেষকরা বলছেন, শত কিংবা হাজার নয়, কলম্বাস আমেরিকা আবিষ্কারের আগে অ্যামাজনে মিলিয়ন সংখ্যক মানুষের বসবাস ছিল।
ব্রিটেন এবং ব্রাজিলের গবেষকরা বলছেন, পঞ্চদশ শতাব্দীর আগে যখন ইউরোপীয়রা এ অঞ্চলে পৌঁছেনি, তখন অ্যামাজনের প্রধান নদীগুলোর দু’পাশ দিয়ে জনবসতি ছিল।
গবেষণার পর বিজ্ঞানীরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন, অ্যামাজনে কলম্বিয়ান পূর্বকালে বিশাল এলাকাজুড়ে জনবসতি ছিল। যার আয়তন ছিল ৫ লাখ বর্গকিমি. এবং কমপক্ষে ৫ লাখ থেকে এক মিলিয়ন লোক সেখানে বসবাস করত।
গবেষকদের একজন যুক্তরাজ্যের এক্সিটার ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জোনাস গ্রিগোরিও ডি সোজা। তিনি জানাচ্ছেন, সাধারণত বিশ্বাস করা হয় অ্যামাজন মানুষের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
কিন্তু এখনও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেখানে- যা প্রমাণ করে ওই এলাকায় বহু মানুষের বসবাস ছিল। এসব এলাকায় কমপক্ষে ১০০০ থেকে ১৫০০ গ্রাম ছিল। এছাড়া আরও অঞ্চল অনাবিষ্কৃত রয়ে গেছে, সেখানেও মানুষের বসবাসের প্রমাণ মিলবে।