শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 July, 2018 11:47

শতাব্দীর দীর্ঘতম 'ব্লাড মুন' প্রত্যক্ষ করলো বিশ্ববাসী

শতাব্দীর দীর্ঘতম 'ব্লাড মুন' প্রত্যক্ষ করলো বিশ্ববাসী
সুইস আল্পস পর্বতের শীর্ষে 'ব্লাড মুন': বিবিসি
অনলাইন ডেস্ক :

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি 'ব্লাড মুন'  প্রত্যক্ষ করেছে বিশ্বের কোটি কোটি মানুষ।  শুক্রবার রাতে চমকপ্রদ এই মহাজাগতিক ঘটনা দেখা গেছে। 

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করে পৃথিবী। সে সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। এ কারণে এই চাঁদকে 'ব্লাড মুন' নামে অভিহিত করা হয়। 

এই চন্দ্রগ্রহণের সময় কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি ছিল। এর ফলে, পৃথিবীর ছায়াও দীর্ঘপথ জুড়ে বিদ্যমান ছিল। গ্রহণ চলাকালে চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হয়। কারণ, সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুমন্ডলের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয় এবং চাঁদের ওপর পড়ে। 

আফ্রিকার দক্ষিনাংশ, অষ্ট্রেলিয়া ও মাদাগাস্কারের বাসিন্দারা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখার সুযোগ পেয়েছে। এই চন্দ্রগ্রহণ ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিন আমেরিকার দেশগুলো থেকেও দেখা গেছে।

সূত্র: বিবিসি 

উপরে