শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 August, 2019 02:29

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ
মেইল ডেস্ক :
স্কিলড রিজওনাল প্রভিশনাল নামে পাঁচ বছর মেয়াদী নতুন দুটি ভিসা চালু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। 

এ দুটি ভিসা চালু হলে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 

চলতি বছরের নভেম্বর থেকেই এ নতুন দুই ভিসা চালু হবে। ইতিমধ্যে নতুন এ ভিসা প্রণয়নের লিখিত আইনও জারি করা হয়ে গেছে। 

এ বিষয়ে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, নতুন চালু হতে যাওয়া এ দুই ভিসায় দক্ষ অভিবাসী অস্ট্রেলিয়ায় অস্থায়ী ও স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে পারবেন। অস্ট্রেলিয়ায় সচল ও অনুমোদিত কোনো ব্যবসা দ্বারা মনোনীত হলেই পাওয়া যাবে এ ভিসা, যা সাবক্লাস ৪৯৪ নামে চালু হবে। 

তবে মনোনীত হতে হলে শিক্ষা, বয়স, অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা ও বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয় যাচাই করা হবে। 

এসব বিষয়ের ওপর ভিত্তি করে পয়েন্ট দেয়া হবে। বেশি পয়েন্ট অর্জনকারীদের ভিসা আবেদনের জন্য আমন্ত্রণ জানাবে অভিবাসন বিভাগ। 

এ ভিসা পেলে ৫০০ এর বেশি পেশায় কাজ করা সুযোগ পাবে অভিবাসীরা। 

জানা গেছে, আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বর্তমান প্রচলিত আঞ্চলিক ভিসা সাবক্লাস ৪৮৯ বাতিল করে সাবক্লাস ৪৯১ ও ৪৯৪ ভিসা দুটি চালু হবে। 

এ দুই ভিসাধারীরা তিন বছর অস্ট্রেলিয়ার আঞ্চলিক শহরের বসবাসের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। 

এ ছাড়া ইতিমধ্যে যেসব অভিবাসীরা বসবাস করছেন তারাও আলাদাভাবে তাদের পরিবারের সদস্যদের স্পনসর করতে পারবেন। 

এ দুই নতুন ভিসায় প্রতিবছর প্রায় ১৪ হাজার আবেদন গ্রহণ করবে অভিবাসন বিভাগ। 

অভিবাসন বিভাগ সূত্রে আরও জানা গেছে, সাবক্লাস ৪৯১ ও ৪৯৪ ভিসা দুটি নিয়ে সিডনি, মেলবোর্ন, পার্থ, ব্রিসবেন ও গোল্ড কোস্ট মহানগর এলাকায় বসবাসের সুযোগ নেই। এছাড়া আর সব রাজ্যের আঞ্চলিক শহরে বসবাসের আবেদন করা যাবে। 

জানা গেছে, ভিসাগুলো স্পনসর ও লেবার অ্যাগ্রিমেন্ট এ দুটি ভাগের আওতায় চালু হবে। 

সেপ্টেম্বরের শুরুতেই দেশটির অভিবাসন বিভাগ নতুন এ দুটি ভিসার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে।

উপরে