শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 February, 2018 19:05

স্ট্রোক চিকিৎসায় ‘সেন্সর প্যাচ’

স্ট্রোক চিকিৎসায় ‘সেন্সর প্যাচ’
লাইফস্টাইল ডেস্ক :

স্ট্রোকের রোগীদের জন্য একটা সুখবর শোনালেন আমেরিকার বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, তারা এমন একটি সেন্সর প্যাচ তৈরি করতে চলেছেন, যেটি ব্যবহার করলে স্ট্রোকের রোগীকে তুলনামূলক কম সময়ের মধ্যে সুস্থ করে তোলা যাবে।

এই সেন্সরকে ইংরেজিতে বলা হচ্ছে ‘ওয়্যারেবল টেকনোলজি’ (পরিধানযোগ্য প্রযুক্তি)। এই সেন্সর দেখতে ছোটো এক টুকরো প্লাস্টারের মতো যা রোগীর শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং বিনা তারেই চিকিৎসকদের কাছে রোগীর শরীরের বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করতে থাকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স’-এর বার্ষিক সম্মেলনে ‘ওয়্যারেবল টেকনোলজি’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে ব্যবহারিকভাবে এই সেন্সর রোগীর ওপর প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে বলে জানান বিজ্ঞানীরা।

স্ট্রোকে আক্রান্ত এমনই একজন লিজি ম্যাকাআনিচ। দুই বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েক সপ্তাহ ধরে নড়তে চড়তে পারননি তিনি। এমনকী কারো সঙ্গে কথা বলতে বা কোনো কিছু গিলতেও পারছিলেন না। পরে তাঁর শরীরে ‘ওয়্যারেবল টেকনোলজি’বসানো হয়।

বিবিসিকে ওই নারী বলেন, ‘ছোট ওই সেন্সর হাতে লাগানো হয়েছিল। আমার শরীরের কোনো কোনো অংশ ঠিকঠাক কাজ করছে না, যন্ত্রটি সেই তথ্য প্রতিনিয়ত চিকিৎসকের কাছে পাঠিয়ে দিত। এতে করে আমি সব সময় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে সমর্থ হই।’

লিজি জানান, এই সেন্সর দিয়ে স্ট্রোকে আক্রান্ত রোগীর কোনো পেশি কাজ করছে আর করছে না তা বোঝা যাবে। ফলে স্ট্রোকের কারণে শরীরের ঠিক কোথায় ক্ষতি হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বোঝা যাবে।

শিকাগোর নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জন রজার্স এই সেন্সর প্যাচ আবিষ্কার করেছেন। তিনি বলেন, ‘মানুষ বুঝতেই পারবে না এই প্যাচের ভেতর এত কারিগরি রয়েছে।’ চলতি বছরে পরীক্ষা পর্ব শেষ হলে এটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে বলে জানান তিনি।


তথ্যসূত্র: ইন্টারনেট

উপরে