শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 October, 2018 01:14

কীভাবে বুঝবেন আপনার ব্যাকপেইন মারাত্মক অবস্থায় পৌঁছেছে

কীভাবে বুঝবেন আপনার ব্যাকপেইন মারাত্মক অবস্থায় পৌঁছেছে
মেইল ডেস্ক :

বিভিন্ন কারণে অনেকের ব্যাকপেইন হয়ে থাকে। পিঠে জোরে চাপ লাগলে কিংবা কোনও দুর্ঘটনা থেকে এ ধরনের ব্যথা শুরু হতে পারে। অনেক সময় এটা এমনিতেই সেরে যায়। আবার কোনও কোনও সময় ভুগতে হয় অনেকদিন।

ব্যাকপেইনকে অনেকে সাধারণ অসুস্থতা হিসেবে বিবেচনা করলেও এটা মারাত্মক কোনও অসুখের উপসর্গ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট। এজন্য দীর্ঘদিন এমন ব্যথা থাকলে ডাক্তারের কাছে যেতে হবে। 

বিশেষ করে আপনার ক্ষেত্রে নিচের বিষয়গুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন-

ওজন কমা
ব্যাকপেইনের সাথে ওজন কমা শুরু হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। বিনা কারণে ওজন কমা এমনিতেই ভালো লক্ষণ নয়। তারওপর ব্যাকপেইন হলে তো কথাই নেই। এই দুটি বড় কোনও অসুখের উপসর্গ হতে পারে।

প্রস্রাবে সমস্যা
ব্যাকপেইনের পাশাপাশি প্রস্রাবে সমস্যা দেখা দিলে দেরি করা ঠিক হবে না। যেকোনও ধরনের টিউমারের কারণে এমনটি হতে পারে। টিউমারের আরেকটি উপসর্গ হতে পারে অতিরিক্ত ব্যাকপেইন। এমন ব্যাকপেইনের কারণে অনেকেই ঘুম থেকে জেগে উঠতে বাধ্য হন।

খিঁচুনি
ব্যাকপেইনের সাথে খিঁচুনি হলে আপনি কিডনি রোগে ভুগতে পারেন। এক্ষেত্রে প্রস্রাবের সাথে কোনও কোনও সময় রক্তও যেতে পারে। এমন পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

উপরে