logo
আপডেট : 23 February, 2018 13:13
কেবলকারে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘণ্টা শূন্যে আটকা যাত্রীরা
মেইল রিপোর্ট

কেবলকারে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘণ্টা শূন্যে আটকা যাত্রীরা

প্রতীকী ছবি

মনের আনন্দে কেবলকারে চড়েছিলেন ৮০ পর্যটক। কিন্তু যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে মাঝপথে আটকে গেল কার। এর জেরে টানা চার ঘণ্টা শূন্যে ঝুলে থাকতে হয় ওই পর্যটকদের।
মালেশিয়ার লঙ্গওয়াকি আইল্যান্ড রিসোর্ট থেকে কেবলকারের মাধ্যমেই যাতায়াত করেন পর্যটকরা। ঘটনার দিন ৮৯ পর্যটক চড়েছিলেন কেবলকারে। এর মধ্যে ৯ পর্যটক নিরাপদে গন্তব্যে পৌঁছে যান। কিন্তু পরের কেবলকারগুলো আটকে যায় মাঝপথে।
ওই সময় পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। আতঙ্কে চিৎকার করছিলেন পর্যটকরা। চার ঘণ্টা ধরে সেই অন্ধকার গভীর খাদের ওপর ঝুলে থাকতে হয় তাদের।
কেবলকার কর্তৃপক্ষ প্রথমে নিজেরাই সেটি মেরামত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসকে পর্যটকদের উদ্ধার করা হয়।

 


নিউইয়র্ক মেইল/মালেশিয়া/২১ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম