উত্তর কোরিয়া ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। রোববার এক বিবৃতিতে এমনটা বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন।
দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রভাবশালী জেনারেল কিম ইয়ং চোল। তার সাথে মুখোমুখি বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। বৈঠকের পরপরই তিনি বলেন, উত্তর কোরিয়া ওয়াশিংটনের সাথে কথা বলতে ইচ্ছুক।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। আর এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ নিয়ে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাংকাও গেছেন দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে উত্তর কোরীয় প্রতিনিধিদলের সাথে সাক্ষাতের কোনো সম্ভাবনা যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে।
নিউইয়র্ক মেইল/উত্তর কোরিয়া/২৫ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম