২০১৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে ডোপিং কেলেঙ্কারীর অভিযোগে সদ্য শেষ হওয়া শীতকালীন পিয়ংচ্যাং অলিম্পিকে নিজের দেশের পতাকা বহন করতে পারেনি রাশিয়ার ক্রীড়াবিদরা। কিন্তু অলিম্পিক শেষ হওয়ার অল্প কয়েকদিন পরেই ‘ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)’ অলিম্পিকে তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে।
অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের আগে আইওসি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। অবশেষে ‘অলিম্পিক অ্যাথলেট ফ্রম রাশিয়া (ওএআর)’র উপর বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর এ সিদ্ধান্ত জানায় আইওসি।
উল্লেখ্য, ফেব্রæয়ারীর ৯ তারিখে এবারের শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল, যা শেষ হয় ফেব্রæয়ারীর ২৫ তারিখে। এবারের অলিম্পিকে রাশিয়ার ১৬৮ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে মোট ১৭টি পদক জয় করলেও বহন করতে পারেনি নিজের দেশের পতাকা। পদক গ্রহণের সময় রাশিয়ার জাতীয় সংগীত বাজেনি, বেজেছে অলিম্পিকের সংগীত।
নতুন এ সিদ্ধান্তের পর আইওসি’কে স্বাগত জানিয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির প্রধান আলেকজান্ডার জুকোভ। তিনি বলেন, ‘অবশেষে রাশিয়ান অলিম্পিক কমিটি তাদের অধিকার ফিরে পেল।’
তথ্যসূত্র: বিবিসি