logo
আপডেট : 1 March, 2018 12:59
তালেবানকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব আফগান প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক

তালেবানকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব আফগান প্রেসিডেন্টের

১৬ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে তালেবানদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি তালেবানকে আফগানিস্তানের বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব করেছেন। বুধবার দ্বিতীয় ‘কাবুল প্রসেস কনফারেন্সে’ তিনি এ প্রস্তাব করেছেন।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট তালেবানকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকেই জোট ও সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। আফগানিস্তানের বড় একটি অংশ তাদের দখলেও রয়েছে। সম্প্রতি পশ্চিমা বিশ্ব সমর্থিত আফগান সরকার ও তালেবানরা একাধিকবার শান্তি আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন।

বুধবার ঘানি তার ভাষণে তালেবানদের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব করেন। এর জন্য তালেবান বন্দিদের ছেড়ে দেওয়া ও যুদ্ধবিরতির প্রস্তাব দেন তিনি।

ঘানি বলেন, ‘আমরা শান্তিচুক্তির জন্য কোনো ধরণের পূর্বশর্ত ছাড়াই এই প্রস্তাব করছি।’

তিনি বলেন, ‘আফগান সরকার অবশ্যই এটা মেনে নেবে এবং যেসব তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকার ব্যাপারে আমরা কাজ করব।’

আফগান প্রেসিডেন্ট বলেন, ‘শান্তি আলোচনায় তালেবান সহায়ক হবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে তালেবানকে শান্তি আলোচনায় একটি সংগঠন হিসেবে চিহ্নিত করা।’

 

 

নিউইয়র্ক মেইল/আফগানিস্তান/১ মার্চ ২০১৮/এইচএম