logo
আপডেট : 8 March, 2018 21:54
ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন স্থগিত
ঢাকা অফিস

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন স্থগিত

আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন স্থগিত করা হয়েছে। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৩১ মার্চের সম্মেলন স্থগিত করা হয়।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ নির্দেশনা দেন।

দেলোয়ার শাহজাদা বলেন, ৩১ মার্চের কাউন্সিল আপাতত হচ্ছে না। পরবর্তীতে সময় মতো হবে। তা সবাইকে জানিয়ে দেয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ কাউন্সিল করার নির্দেশনা দিয়েছিলেন। 

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

 

 

নিউইয়র্ক মেইল/বাংলাদেশ/৮ মার্চ ২০১৮/এইচএম