logo
আপডেট : 10 March, 2018 12:56
রোহিঙ্গা ক্যাম্পে সুইডিস গায়ক মাহের যাইন!
ঢাকা অফিস

রোহিঙ্গা ক্যাম্পে সুইডিস গায়ক মাহের যাইন!

লেবানন বংশোদ্ভূত সুইডিশ গায়ক মাহের যাইন বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

তুরস্কের রেড ক্রিসেন্ট এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, তুর্কি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক হিসেবে যাইন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ করেন।

সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পে একটি খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন একই সাথে গীতিকারও নির্দেশক এ সুইডিশ শিল্পী। একই সংস্থার অধীনে এ জনপ্রিয় শিল্পী আগেও অনেক স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছর ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর শুরু হওয়া জাতিগত নিধনে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় উগ্রবাদী বৌদ্ধ সম্প্রদায়ের অভিযানে এখন পর্যন্ত ১০ হাজারও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে রোহিঙ্গা সংগঠকরা। 

লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখলসহ নারী ও শিশুরা নির্যাতন ও গণধর্ষণেরও শিকার হয়েছে বলে ওঠে এসেছে আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিবেদনে। যদিও মিয়ানমারের স্টেট কাউন্সিলর নোবেল বিজয়ী অং সান সূ চি বরাবরের মতো দেশটির বিরুদ্ধে এ সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। সেইসাথে পরিস্থিতির জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করছেন।