logo
আপডেট : 14 March, 2018 00:45
সিআইএ’র প্রথম নারী প্রধান জিনা হ্যাসপেল
মেইল রিপোর্ট

সিআইএ’র প্রথম নারী প্রধান জিনা হ্যাসপেল

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ প্রধান মাইক পম্পেও-কে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। 

হোয়াইট হাউজের কর্মকর্তারা মঙ্গলবার এ খবর দিয়েছেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প সিআইএ পরিচালক মাইক পোম্পেও এবং সিআইএ’র উপ-পরিচালক জিনা হ্যাসপেলের ব্যাপক প্রশংসা করেছেন। জিনা হ্যাসপেলকে সিআইএ প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে আমেরিকায় তিনিই হতে যাচ্ছেন প্রথম কোনো নারী গোয়েন্দা প্রধান।

ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিআইএ’র প্রধান মাইক পোম্পেওকে নিয়োগ দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়ে পদ হারিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিআইএ পরিচালক মাইক পম্পেও।