logo
আপডেট : 14 March, 2018 01:16
সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন দ্রগবা
স্পোর্টস ডেস্ক

সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন দ্রগবা

চলতি মৌসুম শেষেই সব রকম ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আইভোরি কোস্টের জনপ্রিয় ও কিংবদন্তী ফুটবলার দিদিয়ের দ্রগবা।

নিজের ৪০তম জন্মদিন উপলক্ষে গতকাল ফুটবল ছাড়ার খবরটি ভক্তদেরকে জানান দ্রগবা। বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির ক্লাব ফোয়েনিং রাইজিং এর হয়ে খেলছেন দ্রগবা। গেলো বছর ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হন তিনি।

এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪ ম্যাচ খেলে ১০ গোল করেছেন ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার। এর আগে ইংলিশ ক্লাব চেলসির হয়ে মাঠ কাঁপিয়েছেন দ্রগবা।

চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও বেশ কিছু ট্রফি জিতেছেন তিনি। এছাড়া জাতীয় দলকে ২০০৬ সালের বিশ্বকাপে তুলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই সময় তার অনুরোধে দেশের চলমান গৃহযুদ্ধও থেমে গিয়েছিল। যার ফলে নিজ দেশে কিংবদন্তী বনে যান এই তারকা।