ইরাকের আনবার প্রদেশে মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন আরোহী ছিল এবং ধারণা করা হচ্ছে আরোহীরা মারা গেছে।
মার্কিন এক কর্মকর্তা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরাক ও সিরিয়া সীমান্তের কাছে আল-কায়েম শহরে এইচএইচ-৬ পেইভ হক মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে শত্রুতামূলক কোনো ঘটনায় হেলিকপ্টারটি ভূপাতিত হয় নি বলে মার্কিন কর্মকর্তা দাবি করেন।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডও এক বিবৃতির মাধ্যমে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তবে কেন এ দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি। কেন্দ্রীয় কমান্ড শুধু বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে তদন্ত করা হবে।
২০১৪ সাল থেকে মার্কিন বাহিনী ইরাকে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার দাবি করে আসছে। তবে এসব অভিযানে সন্ত্রাসীদের ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায় না বরং বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মার্কিন বাহিনীও কয়েক দফায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে।