ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল বরুসিয়া ডর্টমুন্ড। ফর্মের তুঙ্গে থাকা জার্মান ক্লাবটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রেড বুল সালজবুর্গ।
এ নিয়ে প্রথম কোনো অস্ট্রিয়ান ক্লাব হিসেবে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের শেষ আটে উঠল দলটি।
বৃহস্পতিবার রাতে ফিরতি পর্বে সালজবুর্গের মাঠে আতিথ্য নেয় ডর্টমুন্ড। তবে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়োলোদের। ফলে দুই পর্ব মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টারে উঠে গেছে সালজবুর্গ।
এদিকে দ্বিতীয় লেগে ঘরের মাঠে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এর আগে ইতালিয়ান ক্লাবটির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে আর্সেন ওয়েঙ্গারের দল। এতে দুই পর্ব মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে ইংলিশ দলটি।
আর শেষ ষোলোর ফিরতি লেগে লকোমটিভ মস্কোর মাঠে তাদেরই ৫-১ গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্প্যানিশ ক্লাবটি।
একনজরে ইউরোপা লিগের শেষ আটে টিকিট কাটল যারা-
আর্সেনাল (ইংল্যান্ড)
অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন)
স্পোর্টিং লিসবন (পর্তুগাল)
মার্সেই (ফ্রান্স)
আর বি লাইপজিগ (জার্মানি)
লাৎসিও (ইতালি)
সালজবুর্গ (অস্ট্রিয়া)
সিএসকেএ মস্কো (রাশিয়া)।
সুইজারল্যান্ডের লিওনে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। এর এক ঘণ্টা পরই হবে ইউরোপা লিগের ড্র।