logo
আপডেট : 19 March, 2018 01:29
টোকিও অলিম্পিকে হালাল খাবার সরবরাহ করবে মুসলিম ওয়ার্ল্ড লীগ
আন্তর্জাতিক ডেস্ক

টোকিও অলিম্পিকে হালাল খাবার সরবরাহ করবে মুসলিম ওয়ার্ল্ড লীগ

জাপানের রাজধানী টোকিও’তে ২০২০ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিকে অংশগ্রহনকারী মুসলিম দেশগুলোর জন্য হালাল খাবার সরবরাহ করবে মুসলিম ওয়ার্ল্ড লীগ।

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচীব মোহাম্মদ বিন আব্দুল কারীম আল-ইসা, যিনি কিনা আবার ইসলামিক হালাল অর্গানাইজেশনেরও প্রেসিডেন্ট, তিনি সম্প্রতি জাপান সরকারের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছেন।

চুক্তি অনুযায়ী মুসলিম ওয়ার্ল্ড লীগ হবে টোকিও অলিম্পিকে হালাল খাবার সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান।

জাপান কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদনের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মুসলীম ওয়ার্ল্ড লীগের প্রতিনিধিরা ও জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মিতসুহিরো মিয়াকোশি, প্রিন্স হিরোইয়োশি সহ আরও অনেক সরকারি উচ্চ পদস্থ কমকর্তা ও ব্যবসায়ীরা।

জাপান হালাল খাবারের নতুন বাজার হলেও এটি ক্রমান্বয়ে একটি ক্রমবর্ধনশীল বাজারে পরিণত হচ্ছে। ২০২০ সালের অলিম্পিকের আয়োজক দেশ নির্বাচিত হওয়ায় জাপান বিশ্বজুড়ে মুসলিম ভ্রমনকারীদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত হয়েছে।

সূত্র: আরব নিউজ