logo
আপডেট : 20 March, 2018 13:38
সংকট ও আক্রমণাত্মক পরিবেশ শিশুদের সমাজতান্ত্রিক-মৌলবাদ প্রবণ করে
মেইল ডেস্ক

সংকট ও আক্রমণাত্মক পরিবেশ শিশুদের সমাজতান্ত্রিক-মৌলবাদ প্রবণ করে

শৈশবে সংকট ও আগ্রাসী মনোভাবের মধ্যে দিয়ে বেড়ে উঠলে শিশুরা ভবিষ্যতে সমাজতান্ত্রিক মনোভাব কিংবা জঙ্গিপ্রবণ হয়ে উঠতে পারে। এক জরিপ বলছে কৈশরেই শিশুদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী গড়ে ওঠে। 

এসময় সমস্যা ও আচরণের মধ্যে দিয়ে ভবিষ্যতে তাদের মধ্যে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়। খারাপ আচরণ তাদের বাম ধারার দিকে ঝুঁকতে সাহায্য করে।

ব্রিটেনে ১৬ হাজার মানুষের মধ্যে এ জরিপ চালিয়ে দেখা গেছে তাদের মধ্যে যারা ৩০’এর দশকে সংকটের মধ্যে অতিবাহিত করেছে তারা এখন সমাজতান্ত্রিক বা মৌলবাদ ঘরানার রাজনীতি পছন্দ করে। ৫ থেকে ৭ বছর বয়সের সময় তাদের পারিপার্শ্বিকতা নিয়ে গবেষণায় এধরনের তথ্য মিলেছে। 

তাদের অভিভাবকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তারা তাদের সন্তানদের মধ্যে মৌলবাদ বা সমাজতান্ত্রিক ধ্যানধারণা দেখতে পান।

ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে এ জরিপ পরিচালনা করা হয়। ইউনিভার্সিটি অব লন্ডনের রয়াল হলোওয়ের গ্যারি লুইইস বলেন, শৈশবে সংকটের মধ্যে দিয়ে যাবার সময় শিশুরা আক্রমণাত্মক, যুদ্ধংদেহী হয়ে ওঠার মধ্যে দিয়ে বামধারার রাজনীতি বা বিভ্রান্তিকর রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ে। 

গবেষণায় ১৯৫৮ সালের ন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ও ১৯৭০ সালে ব্রিটিশ কোহর্ট স্টাডি থেকে তথ্য উপাত্ত ব্যবহার করা হয়।


সূত্র: ডেইলি মেইল