logo
আপডেট : 21 March, 2018 01:54
দেশে উচ্চ শিক্ষিতদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি
বাংলাদেশে ২৬ লাখ ৮০ হাজার বেকার
ঢাকা অফিস

বাংলাদেশে ২৬ লাখ ৮০ হাজার বেকার

দেশে ১৫ বছরের বেশি বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ। এর মধ্যে বেকার ২৬ লাখ ৮০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস মঙ্গলবার ২০১৬-১৭ অর্থবছরের শ্রমশক্তি জরিপের এসব তথ্য প্রকাশ করে।

বিবিসের জরিপে বলা হচ্ছে,  ২০১৫-১৬  অর্থবছরে এই সংখ্যা ছিল ২৬ লাখ। যেখানে পরের এক বছরে বেকার সংখ্যা বেড়েছে ৮০ হাজার।  এদিকে দেশের জাতীয় বেকারত্বের গড় হার অপরিবর্তিত রয়েছে। এ হার ৪ দশমিক ২ শতাংশ। তবে  উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, অর্থাৎ মোট বেকারত্বের ১১ দশমিক ২ শতাংশ উচ্চ শিক্ষিত। বেকার জনগোষ্ঠীর মধ্যে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান সমান।

এছাড়া, অর্থনীতির বিভিন্ন খাতে ঘটেছে রূপান্তর। এসব রুপান্তরের অংশ হিসেবে দেশের কৃষি খাতে কর্মজীবী মানুষের সংখ্যা কমেছে, বিপরীতে বেড়েছে শিল্প ও সেবা খাতের শ্রমশক্তির সংখ্যা। দেশের মোট শ্রমশক্তির ৫৬ শতাংশ কৃষি, শিল্প ও সেবা খাতে নিয়োজিত রয়েছে, যা সংখ্যায় ৬ কোটি ৮০ লাখ।  শ্রম শক্তির বাইরে  রয়েছে ৪ কোটি ৫৫ লাখ মানুষ।

বিবিএসের শ্রমশক্তির এই জরিপ বলছে, গত এক বছরে দেশে  মোট কর্মসংস্থান হয়েছে ৩৭ লাখ। এর মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১৩ লাখ। মজুরি ছাড়াই কাজ করতেন (আনপেইড) এমন ১৪ লাখ মানুষ মজুরিভিত্তিক (পেইড) কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। আর প্রবাসের শ্রমবাজারে যোগ দিয়েছেন ১০ লাখ মানুষ।

বিবিএসের জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমদ।

তিনি জানান, ৬ কোটি ৩৬ লাখ শ্রমশক্তির মধ্যে পুরুষের সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ। আর নারীর সংখ্যা দুই কোটির মতো। ২০১৫-১৬ সালের জারিপে ৬ কোটি ২১ লাখ শ্রমশক্তির মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৪ কোটি ৩১ লাখ। আর নারীর সংখ্যা ছিল ১ কোটি ৯১ লাখ। এ হিসেবে ২ বছরে শ্রমশক্তিতে নারীর হার বেড়েছে প্রায় ৯ লাখ।

গত এক দশকে শ্রমের রূপান্তর ঘটছে অনেক। কৃষি নির্ভরতা থেকে শ্রম চলে গেছে সেবা ও শিল্পের দিকে। জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে কৃষি খাতে নিয়োজিত ছিল ২ কোটি ৫৪ লাখ মানুষ। সেখান থেকে ২০১৬-১৭ অর্থবছরে কমে গিয়ে কৃষি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৭ লাখ। অন্যদিকে সবচেয়ে বেশি বেড়েছে সেবা খাতে। গত অর্থবছরে  সেবা খাতে কর্মসংস্থান হয়েছে ২ কোটি ৩৭ লাখ। তার আগের অর্থবছর এর পরিমাণ ছিল ২ কোটি ২০ লাখ। এছাড়া শিল্প খাতে গত অর্থবছরে নিয়োজিত ছিল ১ কোটি ২৪ লাখ, তার আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১ কোটি ২২ লাখ।