logo
আপডেট : 21 March, 2018 23:55
কসোভোর পার্লামেন্টে টিয়ারগ্যাস!
মেইল ডেস্ক

কসোভোর পার্লামেন্টে টিয়ারগ্যাস!

রাস্তায় বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। কিন্তু পার্লামেন্টের ভেতরে সরকারের কাজে বাধা দিতে কাঁদানে গ্যাস। বিষয়টি বিস্ময়কর হলেও এমনটা ঘটেছে  কসোভোর পার্লামেন্টে। প্রতিবেশী দেশ মন্টেনিগ্রোর সঙ্গে সীমান্ত চুক্তির অনুমোদন রোধ করার জন্য বুধবার দেশটির সংসদে বিরোধীদলের এমপিরা টিয়ারগ্যাস ছোঁড়েন। 

ভিডিওতে দেখা যায়, কাঁদানে গ্যাস থেকে বাঁচতে সংসদ সদস্যরা নাক-চোখে হাত দিয়ে পার্লামেন্ট ত্যাগ করছেন।

২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীন হয় কসোভো।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার দেশটির পার্লামেন্টে কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। 


সূত্র: সিএনএন